স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে পাবনার চাটমোহরে ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। চাটমোহর ক্রিকেট একাডেমির উদ্যোগে শনিবার সকাল সাতটায় দ্বিতীয়বারের মতো এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে প্রথমে চাটমোহর ক্রিকেট একাডেমির সাধারণ সম্পাদক ফজলুল হক কালুর নেতৃত্বে একটি র্যালি নিয়ে চাটমোহর উপজেলা চত্বরে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ অর্পণ করেন খেলোয়াড় ও শুভানুধ্যায়ীরা।
পরে উপজেলা পরিষদের সামনে থেকে হরিপুর পর্যন্ত ৬ কিলোমিটার ম্যারাথন প্রতিযোগিতা শুরু হয়। এতে প্রথম স্থান লাভ করেন ইয়াসিন। দ্বিতীয় স্থান সজিব ও তৃতীয় স্থান নাহিদ। এরা সবাই চাটমোহর ক্রিকেট একাডেমির খেলোয়াড়। পরে তাদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈকত ইসলাম।